কঠোর লকডাউন আসছে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায়

নিউজ ডেস্ক :

দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শর্তসাপেক্ষে অফিস খোলা রাখা ও জনসাধারাণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে, রাজধানীর রাজাবাজারে যে কঠোর লকডাউন কার্যকর করা হয়ছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী।

তবে, জোনভিত্তিক লকডাউন করা নিয়ে এক ধরনের সমন্বয়হীনতার কারণে স্পষ্ট কোন সিদ্ধান্ত নেই।

দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৯০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে ১২ শ জনের বেশী। এ অবস্থায় সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি না বাড়িয়ে শর্তসাপেক্ষে অফিস খোলা রাখা এবং জনসাধারাণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আরো বলা হয়, সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস ও দোকানপাট খোলা থাকিবে। রেড ও ইয়োলো অঞ্চলে বসবাসকারী সরকারি বেসরকারি কর্মকর্তারা সাধারন ছুটির আওতায় থাকবেন।

এদিকে, স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, রাজধানীর রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা ও চট্টগ্রামের ভিবিন্ন এলাকা লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী ।

এর আগে, শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা পরিস্থিতির কারনে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট বন্ধ থাকবে।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০৯ জনে।

সোমবার (১৫ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ৭৩৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮ টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৯ হাজার ৫০৩ টি। নতুন নমুনায় ৩০৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২০৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে ফিরেছেন অনেক মানুষ। যাদের মধ্যে হাসপাতালে থাকা এবং বাড়িতে থেকে চিকিৎসা নেয়া উভয় ধরনের মানুুষ রয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৪০২৭ জন সুস্থ হয়েছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।