বিপদসীমার ওপরে সুরমার পানি : কানাইঘাটে নিম্নাঞ্চল প্লাবিত

 

ফজলে রাব্বি রাহি, সিলেট :

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত ৩ দিনের টানা ভারি বৃষ্টিপাতের ফলে কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল বানের পানিতে তলিয়ে গেছে।

কানাইঘাট সুরমা নদীর পানি সন্ধ্যা পর্যন্ত বিপদ সীমার ৮৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে সুরমা ও লোভা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে।

বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত সূত্রে জানা যায়, ভারি বৃষ্টিপাতের ফলে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন, বাণীগ্রাম ইউনিয়ন, দিঘীরপাড় পূর্ব, সদর ইউনিয়ন, সাতবাঁক, বড়চতুল, লক্ষীপ্রসাদ পূর্ব ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আংশিক নিম্নাঞ্চল বানের পানিতে তলিয়ে যায়।

ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চলে ৫-৬ হেক্টর আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। পানি কমে গেলে বীজতলার কোন ক্ষতি হবে না। এছাড়া উপজেলার কৃষি সেক্টরের সার্বিক তদারকি প্রতিদিন করা হচ্ছে বলে তিনি জানান।