তোমার চুল : ক্ষুদীরাম দাস

তোমার চুল

লিখেছেন : ক্ষুদীরাম দাস

আমাকে পাগল করে,
তোমার ঘন কালো চুল
পরে না যে চোখের পলক
সে কি আমারই ভুল!

পাগলা হাওয়ায় দোল খায়
তোমার খোলা চুল
সৌন্দর্য বাড়িয়ে দেয় একধাপ
কর্ণের সোনালী দু’টি দুল!

তোমার এলো চুলে
লুকোচুরি খেলে কিশোর-কিশোরী
তেমনি আমিও খেলি কল্পনায়
তুমি যে অপরূপ সুন্দরী!

চুল আর বাঁধিয়ো না
এলো চুল দেখিতে দেও মোরে
ভালোবাসা জাগে মনে
যাবো না তোমায় ছেড়ে!

খোলা চুল দেখি যখন
আমি থমকে দাঁড়াই
চুলের ঢেউয়ে সুগন্ধ ভাসে
আমি স্বপ্নে ভেসে যাই!

রচনাকাল : ৩ জুলাই ২০২০ খ্রীঃ