চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ ও জড়িতদের আর্থিক জরিমানা

মোঃ নিয়াজ,
ফরিদপুর প্রতিনিধি :

আজ সোমবার চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার আজ চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাজীগঞ্জের নতুন দোকান সংলগ্ন পদ্মার পাড়ে অবৈধ বালু উত্তোলনের উদ্দেশ্যে স্থানীয় রাস্তার পাশ দিয়ে বসানো ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

জাকেরের সুরা সংলগ্ন ভাংগার মাথা নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী কে.এম. ওবায়দুল বারী দিপু এর একটি আনলোড ড্রেজার (৫০*১২ ফুট), একটি সিক্স সিলিন্ডার ইঞ্জিন ও একটি ২৫ হর্স পাওয়ারের ইঞ্জিন রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়।

পরবর্তীতে এম.পি. ডাংগির এলজিইডির রাস্তা ফুটো করে পাইপ দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে সরকারি রাস্তায় অবৈধ অনুপ্রবেশের দায়ে শেখ আব্দুল কুদ্দুসকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯(২) ধারা মোতাবেক (একই আইনের তফসিল ৫ এর ৫ নং অপরাধ) ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই আইনে ম্যজস্ট্রেট বাড়ী সংলগ্ন সরকারি রাস্তায় বালু ফেলে রাস্তা অবরোধ করার দায়ে মোঃ হায়দার হোসেন কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।