শ্রীবরদীতে কোরবানীর পশুর হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা

 

শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে আসন্ন পবিত্র ঈদুল আযহায় বিভিন্ন বাজার ও কোরবানীর পশুরহাটে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ জুলাই) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মন্জুর আহসান, থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাঈদ,প্রাণিসম্পদ কর্মকর্তা আ: বারেক, রানিশিমুলইউপি চেয়ারম্যান মাসুদ রানা, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ব্যাংক প্রতিনিধি, সাংবাদিক, হাট-বাজারের ইজারাদার ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলার বিভিন্ন কোরবানির পশুরহাটে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ১৫ই জুলাই হতে সীমিত পরিসরে হাট-বাজার পরিচালনা করতে সংশ্লিষ্ট হাট-বাজারের ইজারাদারদের নির্দেশনা প্রদান করা হয়।