ক্ষুদীরাম দাসের কবিতা : বয়স আশি

বয়স আশি
ক্ষুদীরাম দাস

চশমাটা আমার কাছেই থাকুক
হাতড়ে বেড়াতে চাই না কভু
আর লাঠিটা আমার সোজা শক্ত
বাঁশের গায়ে ঠেক দেয়া থাকে
বয়স আশি, তাই লাঠি আমার সঙ্গী!

কাঠের মেরুদণ্ড ছাতাটা আমার
ব্যবহারে অভ্যস্ত
তাই বদলাই না
নির্দেশ মানে ছাতাটা ভীষণ
অচেনারাও চিনে আমায়,
আমি চিনি না।