পঞ্চগড়ের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ নতুন করে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০২ জনে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মচারীর করোনা শনাক্ত হওয়ায় সোমবার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এ ছাড়া গত রোববার জেলার ৫ উপজেলা থেকে সংগ্রহ করা ৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় চারজন, আটোয়ারী উপজেলায় তিনজন, বোদা উপজেলায় দুজন ও দেবীগঞ্জ উপজেলায় চারজন রয়েছেন।

সিভিল সার্জন মোঃ ফজলুর রহমান জানিয়েছেন, করোনা শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন তাঁর বাসভবনেই চিকিৎসাধীন আছেন। করোনা পজিটিভ শনাক্ত হলেও তাঁর শরীরে তেমন কোনো উপসর্গ নেই।

করোনা পজেটিভ হওয়ার কথা স্বীকার করে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সকলের কাছে দোয়া চেয়েছেন।