ঈদের আগে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিল ফরিদপুর জেলা প্রশাসন

মো. নিয়াজ, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশে ঈদের আগেই ঘরে ঘরে ত্রাণ পৌছে দিল ফরিদপুর জেলা প্রশাসনের কর্মরতরা। আজ বুধবার সকাল থেকেই ত্রানের কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসকের দিক নির্দেশনায় জেলা সদরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব দীপক কুমার রায়, চরভদ্রাসন উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, সদরপুর উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল কবির ত্রাণ তুলে দেন।

এসময় প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্মকর্তারা উপস্থিত থেকে ত্রাণ প্রদান কার্যক্রমে সহায়তা করেন। ঈদকে সামনে রেখে চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ত্রাণ প্রদান করা হয়। তবে ত্রান বিতরণের এ কার্যক্রম শুধু আজকেই নয় গত ৫ মাস যাবত প্রতিদিন চলছে ত্রাণ পৌছে দেয়া- বিতরণ কর্মকান্ড।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্থদের আসন্ন ঈদে যেন কোন রকমের সমস্যা না হয় সেদিকে জেলা প্রশাসন সদাসর্বদা সতর্ক রয়েছে।