করোনাকালে পরিবর্তন

 

ইজ্জত আলি
—————————————————————-
ভুলে গেলাম হ্যান্ড শিপ করা
শিখে ফেললাম মাস্ক পড়া।
বন্ধ হলো কোলাকুলি
দূর থেকেই বলাবলি।
কমছে এখন সমাজ
একলা ঘরে নামাজ।
বন্ধ হলো মাইকমারা
চুপিচুপি দাফন করা।
চলিনা এখন হাত ধরে
দূরত্ব রাখি তিন ফুট করে।
কমে গেল গল্প
চলে অল্প অল্প।
যাইনা এখন আত্মীয় বাড়ি
ফোনে সব খবর সাড়ি।
ভুলে গেলাম স্কুলের পড়া
তেল দেওয়া হেন্ডওয়াশ করা।
মুক্তভাবে হাঁচি করা।
কুনই ভাঁজে হাত ধরা।
লাগেনা ডাক্তার অসুখ হলে
গোপনে সবাই দোকানে চলে।
জ্বর কাশি হলে কারো
বন্ধুবান্ধব কাটিয়ে পড়ো।
বাংলা শব্দের নাই গুণ
লকডাউন আর রেড জোন।
করোনা রোগে মরলে কেহ
ছোঁয়া যাবে না তাহার দেহ।
করোনায় মারা গেলে
কেহ নাহি পস্তায়
সুযোগ বুঝে তারে তোলে
আড়াই মণের বস্তায়।