শহরের মানুষ

ক্ষুদীরাম দাস

তোমরা শহরের মানুষ
চারিদিকে ইট পাথরের দাপট
নিষ্ঠুর নির্মম শক্ত পাথর
কঠিন হৃদয়
দয়াহীন মানুষের ঠাসাঠাসি
ব্যস্ততার অজুহাত যেন
আত্মীয়তার বড়ই অভাব
ভালোবাসা বিলাতে জানে না
অপরিচিত লোকের আনাগোনা
দূরত্ব বাড়লেই যেন এই ভালো
নেই প্রাণের স্পন্দন
পরস্পরে এড়িয়ে চলার নিদারুণ কৌশল
হাসির আড়ালে পাশ কাটিয়ে চলা
যেন মনটা পালাই পালাই।
দুর্ঘটনায় পড়ে থাকা অসহায় মানুষ
যে যার মতো পথ চল
মহা ব্যস্ততার মহোৎসব
হৃদয়হীনা, মায়াহীন মানুষগুলো
বিবেক মরে যাওয়া.
প্রাণহীন বেঁচে থাকা যেন।