আমরা এমন পৃথিবী চাই

ক্ষুদীরাম দাস :

আমরা এমন পৃথিবী চাই
যেখানের জীবনগুলো জীবন দান করবে
প্রয়োজনে পরস্পরের তরে।

আমরা এমন পৃথিবী চাই
সেই পৃথিবীতে থাকবে সূর্য
আলো বিতরণে কেউ বাধা দেবে না;
সেই পৃথিবীতে থাকবে তারা
সৌন্দর্য বিলাতে কউ বাধা দেবে না;
সেই পৃথিবীতে থাকবে চাঁদ
রাতকে আলোকিত করতে কেউ বাধা দেবে না;
সেই পৃথিবীতে থাকবে জল
পৃথিবীর সকল মানুষের তৃষ্ণা মেটাতে কেউ বাধা দেবে না।

আমরা এমন পৃথিবী চাই
সেই পৃথিবীতে থাকবে বিশাল জলাশয়, গাছপালা,
থাকবে ফুল, ফল, লতাপাতা,
থাকবে ষড় ঋতু- চলবে তার নিজের নিয়মে।
আকাশের সম্পর্ক থাকবে মাটির সাথে
বাতাস বইবে বাতাসের গায়ে
প্রকৃতির যতেœ সর্বক্ষণ
সেই পৃথিবীকে কেউ জ¦ালাতন করবে না।
প্রকৃতিও ক্ষেপে যাবে না;
সেই পৃথিবীতে থাকবে আনন্দ উচ্ছ¡ল নির্মল পরিবেশ!

আমরা এমন পৃথিবী চাই
যেখানে অমানুষের বিচরণ থাকবে না
যেখানে ক্ষুধার্ত কেউ থাকবে না
পিপাসিত কেউ থাকবে না
নরকের ছোঁয়া থাকবে না।

আমরা এমন পৃথিবী চাই
যেখানে পাখিরা নির্ভয়ে আকাশে উড়ে
যেখানে মানুষ রাজার মতো হাসবে
যেখানে মানুষ গান গায় নিজের মতো।

আমরা এমন পৃথিবী চাই
যেখানে পাপের কাজ বলে কিছু নেই
যেখানে মানুষের মুখে শুধু গান আর গান
নেই দ্ব›দ্ব মিশে আছে প্রাণের সাথে প্রাণ।
আনন্দে নাচে সবে তাল গুলিয়ে
যেখানে পরস্পরে ভালোবাসে গন্ধের সাথে মিশে।
হবে এক ভিন্ন পৃথিবী
আপন পৃথিবীতে আপন আমরা।

আমরা এমন পৃথিবী চাই
যেখানে ঈশ^র আছেন
যেখানে ঈশ^রকে কেউ জøালাতন করবে না,
আর ঈশ^রও ক্ষুব্ধ হয়ে
প্রতীকারহীন করোনা ভাইরাস দেবে না।