পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় সদর উপজেলার মীরগর বাজারে এক অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন পঞ্চগড় থানার একদল পুলিশ নিয়ে জেলার সদর উপজেলার মীরগর বাজারে এ অভিযান চালায়।

নিম্নমানের মাল এবং মেয়াদ উর্ত্তীণ মাল রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘন করায় ৩টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘন করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।