প্রেম : ক্ষুদীরাম দাস

প্রেমকে অবহেলা করলে
প্রেম দুর্লভ হয়ে ওঠে।

প্রেম তাঁর কাছে ধরা দিতে চাইবে না।

অনীহা প্রকাশ করবে তাঁর নিকটবর্তী হতে
অপরদিকে তাকে প্রেম অবহেলা করবেই।

সে যতই বলুক ভালোবাসার কথা,
যতই বলুক প্রেমের কথা;
তাঁর প্রেমের খাঁদ থেকে যাবে,
তাঁর প্রেম কখনো নিখাদ হবে না,
প্রেম নিখাদ না হলে প্রেমও পালিয়ে যায়,
সে চলে যায় ধরাছোঁয়ার বাইরে,
প্রেমের কাছে হার মানতে হয়।

সত্যিই প্রেমে পরাজিত হতে হয়,
প্রেমে পরাজিত হতে শিখতে হয়, সাহস লাগে,
পরাজিত না হলে প্রেমে বিজয় আসে না,
আসে না প্রেমের প্রশান্তির দিন।