পঞ্চগড়ে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার থেকে এক কেজি ১৫ গ্রাম ওজনের একটি ফ্ল্যাপ শেল কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

২২ আগস্ট (শনিবার) দুপুরে ভজনপুরের মাছের বাজার থেকে বিক্রির সময় বিরল প্রজাতির কচ্ছপটি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইনিয়নের মানিকডোবা গ্রামের ফজলুল হকের ছেলে আব্দুর রশিদ শুক্রবার রাতে নদীর পাশে নিজ জমিতে মাছ ধরতে যান। এ সময় কচ্ছপটিকে সে ধরে বাড়িতে নিয়ে আসে। শনিবার সকালে বিক্রির জন্য ভজনপুর মাছের বাজারে নিয়ে আসেন বিক্রয় করার জন্য। বিষয়টি জানা জানি হলে উৎসুক জনতার ভীর জমে।

পরে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও উপজেলা বন বিভাগকে খবর দেওয়া হয়।

উপজেলা বন বিভাগের বিট অফিসার শহিদুল রহমান জানান, আমাদের বিভাগীয় প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার স্যারের সঙ্গে কথা হয়েছে। তাঁদের নির্দেশনা মোতাবেক কচ্ছপটি উদ্ধার করা হয়েছে এবং উপজেলায় সংরক্ষণ করে রাখা হয়েছে।