পঞ্চগড়ে গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

এন এ রবিউল হাডান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে “উত্তর বঙ্গের ০৭ (সাত) টি জেলায় বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ১০ দিন মেয়াদি গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন হয়েছে।

২৩ আগস্ট (রবিবার) পঞ্চগড় সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ আগস্ট হতে ১ সেপ্টেম্বর পর্যন্ত দশ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আমিরুল ইসলাম।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পঞ্চগড় পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী আল তারিক ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্মকর্তা-কর্মচারীসহ প্রশিক্ষণার্থী যুবক-যুবতী ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।