যুদ্ধকালীন অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবাদানকারী চিকিৎসক ড. আবু সাঈদের দাফন সম্পন্ন

মো. সোহেল কিরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

যুদ্ধকালীন দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সেবাদানকারী চিকিৎসক ড. আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে। তার পৈতৃক নিবাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ডের ডুমনী এলাকার নিজ বাড়িতে বাদ আছর নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত শুক্রবার ফুসফুসজনিত কারণে লন্ডনের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া … রাজিউন)

খিলক্ষেত থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান জানান, যুদ্ধকালীন সময় ২নং সেক্টরের অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় তিনি ব্যাপক অবদান রেখেছেন। ড. আবু সাঈদ খিলক্ষেত থানার ডুমনী এলাকার আব্দুস সামাদ ব্যাপারীর ছেলে।

এছাড়াও তাঁর জীবদ্দশায় স্কটল্যান্ডের অনারারি কনসুলেট জেনারেল ও লন্ডনের কিং জর্জ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

মৃতুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

০১ আগস্ট ২০২০ খ্রি. ১৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১২ মুহররম ১৪৪২ হিজরি, মঙ্গলবার