তুমি তার চেয়েও সুন্দর : ক্ষুদীরাম দাস

তুমি তার চেয়েও সুন্দর
আহা! গোলাপ তুমি সুন্দর!
তুমি আমার প্রিয়ের হাতে শোভিত
হে প্রিয়ে,
তুমি তার চেয়েও সুন্দর!

গন্ধরাজ ফুল সুগন্ধ ছড়ায় রজনীতে
দেখিতে তারে অপরূপ সুন্দর!
হে প্রিয়ে,
তুমি তার চেয়েও সুন্দর।

এই তো ঘন বরষায়
বৃষ্টি পড়ে ঝরঝর অবিরত
ধরণীর বুক শীতলতায়
আহা! প্রকৃতি সাজে অপরূপ সাজে
হে প্রিয়ে, তুমি তার চেয়েও সুন্দর।

ফুলের ঐ পাপড়িতে
প্রজাপতি রঙিন ডানা মেলে বসে
সে অপরূপ সুন্দর;
হে প্রিয়ে,
তুমি তার চেয়েও সুন্দর।

আমার নয়ন যুগল
জোৎ¯œা রাতের সৌন্দর্যে মোহিত
উপভোগে মগ্ন রাতভর,
আহা! সে কী সুন্দর সেই রজনী
হে প্রিয়ে,
তুমি তার চেয়েও সুন্দর।