নবাবগঞ্জের মাঝিরকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন।

৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রীজের ঢালের মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার এসআই মোঃ মহিদুল ইসলাম জানিয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশা চালকসহ দুইজন পুরুষ ও একজন নারী যাত্রী রয়েছেন।

নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার পুরাতন তুইতাল গ্রামের জোসেফ বিপুল গমেজ (৪০) ও তার স্ত্রী তন্দ্রা ফ্লোরেন্স গমেজ (৩৫) এবং রাজধানীর মোহাম্মদপুরের অটোরিকশা চালক আব্দুল খালেদ (২৫)। তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। আরও জানা যায় বিকেলে নবাবগঞ্জের বান্দুরা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এন.মল্লিক পরিবহনের একটি বাস উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রীজের ঢালের মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ ঘটলে অটোরিকশার চালকসহ আরও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত আরও এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান এসআই মহিদুল।

০৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী,প্রিয় সময় গুজব প্রচার করে না