রূপগঞ্জে শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মো. সোহেল কিরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ দফা দাবিতে ফ্যাবকন টেক্সটাইল মিলের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সকালে উপজেলার ডরগাঁও এলাকার মিলের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

এসময় মিল কর্তৃপক্ষের নির্দেশে শ্রমিকদের উপর বহিরাগতরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় শ্রমিক আবু তাদের (৩৮), সাইদুর (৩০) সহ অন্তত ৪ জন আহত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদেরকে ৮ ঘন্টা কাজের কথা বলে ১২ ঘন্টা কাজ আদায় করে নেয় মিল কর্তৃপক্ষ। অথচ অতিরিক্ত কর্ম ঘন্টার ন্যায্য পারিশ্রমিক দেয় না তারা। এছাড়া সরকারি কোন ছুটিও দেয়না কর্তৃপক্ষ। সব মিলিয়ে মিলের ৩ হাজার শ্রমিকদের পক্ষ থেকে ১০টি দাবি মালিক পক্ষের কাছে লিখিত ভাবে জানালেও তারা ব্যবস্থা না নেয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ভুক্তভোগী শ্রমিক জনতা।

তবে, বিক্ষোভ ও মানববন্ধনের পর শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন মিল কর্তৃপক্ষ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার হেলালুর রহমান হেলাল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২১ মুহররম ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না