শিবচরে কৃষকলীগের বন্যা দুর্গতদের মাঝে সার-বীজ কীটনাশক বিতরণ ও মতবিনিময়

মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে কৃষক লীগের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে সার-বীজ কীটনাশক বিতরণ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২ শ ক্ষতিগ্রস্তদের মাঝে সার বীজ ও কীটনাশক বিতরণ করা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, আঞ্চলিক সমন্বয়কারী নুরে আলম সিদ্দিকী হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজম খান, কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা, জেলা সভাপতি জাকির হোসেন মোল্লা,  ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাহার হোসেন বেপারি, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।
প্রধান অতিথি কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন কৃষকবান্ধব নেত্রী। কৃষকদের জন্য তিনি দিনরাত চিন্তা করেন। কৃষকই পারে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে। তাই প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কৃষক লীগকে সুসংগঠিত করতে হবে। কৃষকদের সুখে দুখে তাদের পাশে থাকবে হবে।

১২ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ মুহররম ১৪৪২ হিজরি, শনিবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না