দিনে চললেও রাতে ফেরি বন্ধ থাকছে কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়

 

মাজহারুল ইসলাম রুবেল, মাদারীপুর প্রতিনিধি :

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দিনের বেলা সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে। তবে নাব্য সংকট ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার পর বন্ধ থাকছে ফেরি চলাচল।

১০ দিন বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে ৩টি ফেরি ট্রায়ালে সফলভাবে পারাপার হয়। শনিবার সকাল থেকে সীমিত আকারে কয়েকটি কে-টাইপ ফেরি চলাচল করে।

পদ্মা সেতুর পিলারের কাছে প্রচণ্ড স্রোত বহমান থাকায় নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর বন্ধ করে দেয়া হয়েছে ফেরি সার্ভিস, তবে এখনও রোরো ও ডাম্ব ফেরি চালু করা যায়নি।

বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে ৩টি ফেরি আটকে গেলে নাব্য সংকটের কারণে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এর আগে ২৯ আগস্ট মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলসহ বিআইডব্লিউটিএর সকল খননকৃত চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলে।

পদ্মা সেতুর অধিগ্রহণকৃত এলাকায় ৫ আগস্টের পর সেতু কর্তৃপক্ষ চায়না ড্রেজার স্থাপন করে ড্রেজিং শুরু করে। শুক্রবার দুপুরে পদ্মা সেতুর ২৫নং পিলারের কাছে ড্রেজিং সম্পন্ন করে সেতু কর্তৃপক্ষের চায়না ড্রেজার। এর আগে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেল ড্রেজিং করে প্রস্তুত করে বিআইডব্লিউটিএ।

এরপর শিমুলিয়া ঘাট থেকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কে-টাইপ ফেরি ক্যামেলিয়া ও কুমিল্লা যানবাহন বোঝাই করে রওনা দেয়। লৌহজং টার্নিংয়ের মুখ থেকে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ টাগ বোট ও ট্রলারে চড়ে পানি মেপে মেপে প্রথমে ফেরি ক্যামেলিয়াকে পার করে। কিন্তু রো রো ফেরিটি লৌহজং টার্নিং মুখে এসে মার্কিংয়ের পাশে ডুবোচরে আটকে যায়।

বিআইডব্লিউটিএ মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, রোববার সকাল থেকে ৫টি কে-টাইপ ফেরি চলাচল করছে। তবে পদ্মা সেতুর নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৪ মুহররম ১৪৪২ হিজরি, রোববার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না