রাজৈরে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির দায়ে ২ বেকারীর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

মাজহারুল ইসলাম রুবেল, মাদারীপুর প্রতিনিধি :

মেয়াদোত্তীর্ণ  ও অস্বাস্থ্যকর কেক বিক্রির দায়ে মাদারীপুরের রাজৈরে ২ বেকারী মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১৩.৯.২০২০ খ্রিঃ রবিবার দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি বেকারীকে মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বাবুল বেকারী ও জাহাঙ্গীর বেকারীতে অভিযান পরিচালনা করে নিম্ম মানের , অস্বাস্থ্যকর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন কেক বিক্রি করার দায়ে এ জরিমানা করা হয় ।

র‌্যাব-৮ এর একটি টিম ও মাদারীপুরের স্যানিটারী ইনস্পেক্টর নুরুজ্জামানের উপস্থিতিতে অভিযান চালিয়ে বাবুল বেকারীর মালিক হৃদয় সাহাকে ৩৫ হাজার টাকা এবং জাহাঙ্গীর বেকারীর মালিক আলমগীর শেখকে ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষনের মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

তিনি জানান মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ও ভোক্তাদের স্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি প্রত্যেক দোকান মালিকদের তাদের পন্য সামগ্রীর মেয়াদ সম্পর্কে সচেতন থাকতে বলেন। কোনওভাবেই যেন মেয়াদউত্তীর্ণ খাবার মানুষের কাছে না বিক্রি হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৪ মুহররম ১৪৪২ হিজরি, রোববার