সুন্দর মনের মানুষ

কথিকা : ক্ষুদীরাম দাস

সুন্দরকে সবাই খুবই পছন্দ করে। কারণ, আমরা সকলেই সুন্দরের আকাক্সক্ষী; আর এটা সবসময়ের জন্যে। এটা আমাদের স্বীকার করতেই হবে, মানুষ সুন্দরকে অবহেলা করে না কখনোই। সবসময় সুন্দরকে নিয়ে থাকতে চায় প্রতিটি মানুষ। আর সুন্দর মানুষ সত্যিই পাওয়াটা বড়ই কঠিন।

আমরা সুন্দরের পেছনে ছুটে চলি অবিরত, ছুটে চলতেই হবে, এটা মানুষের সহজাত। কিন্তু আমরা কখনো কখনো সুন্দর মানুষকে প্রাধান্য দিতে গিয়ে, খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠি।

এমনও হয় যে, সুন্দরের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে আমরা যে সত্যিই একটা সুন্দর জীবন আছে সেটা ভুলে যাই। আর সেই জীবনটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলি অন্য সুন্দরকে গুরুত্ব দিতে গিয়ে। কিন্তু আমরা এটা জানি না যে, যাকে আমরা সুন্দর বলে ভাবছি, তার গায়ের চামড়া হয়তো সুন্দর; কিন্তু তার মন সুন্দর নয়। অতএব, পৃথিবীতে সুন্দর মানুষের অভাব না থাকলেও; সুন্দর মনের মানুষের বড়ই অভাব।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২২ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার