মুফতী আলাউদ্দিন জিহাদী’র মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা মুফতী আলাউদ্দিন জিহাদী’র মুক্তির দাবিতে চান্দিনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সর্বস্তরের সুন্নী জনতা ও হুসাইনিয়া কমিটি চান্দিনা উপজেলা শাখা।

২৩ সেপ্টেম্বর বুধবার সকালে রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-কাদেরীর আহ্বানে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা বাস স্টেশনে মানববন্ধন করে তারা।

মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চান্দিনা বাস স্টেশন থেকে শুরু হয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মুফতী আলাউদ্দিন জিহাদী’র মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ স্মারকলিপি গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম হেলালী, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হায়দার হাসিব, কুমিল্লা জেলা সভাপতি কে.এম শামীম আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কে.এম নজরুল ইসলাম, মাওলানা এনামুল হক আল কাদেরী, মাওলানা মানসুর আহমদ রাজাপুরী, মাওলানা মুফতী কাজী মাহফুজুর রহমান রেজভী, ইসলামী ছাত্রসেনা চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. জাবের হোসেন, মুফ্তী মবিন আনোয়ারী সুন্নী আল কাদেরী, চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদের সরকার, চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউছার প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রবিবার হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর মৃত্যু নিয়ে ফেইসবুকে স্ট্যাটাসের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে মুফতী আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতা কামাল উদ্দিন দাইমী ফতুল্লা থানায় ওই মামলা দায়ের করেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৫ সফর ১৪৪২ হিজরি, বুধবার