তেঁতুলিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে মাদকাসক্ত শাহীনূর নামের এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা।

তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ভেলকুগছ নামক গ্রামে বুধবার রাতে এ ঘটনাটি ঘটে।

মাদকাসক্ত শাহীনূরের মা জানায়, মাদকাসক্ত ছেলে শাহীনূর মাদক না পেয়ে বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে এবং স্ত্রী, সন্তানকে মারধোর করে। তিনি বিষয়টি শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান (লিটন) কে জানায়। তিনি উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানিয়ে ঘটনাস্থলে পৌঁছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল হক এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মাদকাসক্ত শাহীনূরের বাড়ীর চারপাশের বেড়া, দুটি বিছানা, টেবিল সহ একটি রান্না ঘর শাহীন কর্তৃক ভাঙা পান। মাদকাসক্ত শাহীনের শার্ট থেকে মাদকদ্রব্যও পাওয়া যায়। এছাড়া সে তার মা ও স্ত্রীকেও মারধোর করেছে বলে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।

এ সময় চেয়ারম্যান, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার