দোহারের হোটেল রেস্তোরা ও বেকারিতে প্রশাসনের অভিযান

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারের মেঘুলা বাজার থেকে মুকসুদপুর বাজারের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ও বেকারিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন বেকারি পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় মেঘুলা বাজারের মা বেকারীর স্বতাধিকারী ফিরোজ মাহমুদকে অ-স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং ডিপফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ করার দায়ে দশ হাজার টাকা জরিমানা করেন এবং বেকারী টি কে ছিলগালা করে বন্ধ করে দেন।

এছাড়াও বিসমিল্লাহ বেপারী কে ২হাজার, নারিশা ডাক বাংলা অবস্থিত ড্রিম রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টার এর স্বতাধিকারী মোক্তার হোসেন কে মেয়াদ উত্তীর্ণ মাউন্ড ডিউ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, ফুলতলায় অবস্থিত আমিন ষ্টোর এর স্বতাধিকারী রুহুল আমিন কে ৫ শত টাকা ও মেসাস জননী এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী ইসমাইল হোসেন কে ৫শত ও সাইম ষ্টোর কে ৫ শত টাকা এবং থানায় মোড়ে উৎসব ডিলার কে মেয়াদোত্তীর্ন মালামাল (মাউন ডিউ) গোডাইনে রাখার অপরাধে ১০ হাজার টাকা করে সর্বমোট ৮ টি মামলায় ২৯৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, যে সব হোটেল ব্যবসায়ীদের লাইসেন্স নেই তারা আগামী ১ সপ্তাহের মধ্যেই নিবন্ধন ও লাইসেন্স এর জন্য জেলা প্রশাসক ঢাকা বরাবর আবেদন করার নির্দেশ প্রদান করেন।আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্যানেটারি ইনস্পেক্টর মোঃ আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশ ফোর্স।