মাটিতেই আমাকে মিশতে হবে

কথিকা : ক্ষুদীরাম দাস
অহঙ্কার করলে পতন আসবেই! কারণ, অহঙ্কারে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে ভালোমন্দ বোঝার ক্ষমতা মানুষের লোপ পেয়ে যায়। তখন মনুষ্যত্ববোধ হারিয়ে মন্দটাকেই জীবনের সাথী করে চলতে শুরু করে। কেননা অহঙ্কার মানুষের চরিত্র থেকে ন¤্রতা, ভদ্র কেড়ে নেয়।

সত্যিই আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন সাথে করে কিছুই নিয়ে আসি না। উলঙ্গই পৃথিবীতে আমাদের আসতে হয়। ক্ষণিকের জীবন আমাদের। উত্তরসূরি হিসেবে আমাদের কিছু সম্পদ হাতে আসে। সেই সম্পদ নিয়ে আমরা দারুণভাবে অহঙ্কারে মেতে থাকি, যা মোটেও ঠিক নয়। আমরা এটা ভাবি না যে, যে মাটির উপর দাঁড়িয়ে রয়েছি সেই মাটিতেই আমাদের কোনোদিন মিশে যেতে হবে। আমাদের অস্তিত্ব বিলীন হতে বেশি সময় লাগবে না। তাছাড়া মারা গেলেই মানুষ একসময় ভুলে যায়। দ্বিতীয় প্রজন্মও আমাদের বেশি দিন মনে রাখে না। সুতরাং কেন আমাদের এতো অহঙ্কার! আমি যে মাটির উপর দাঁড়িয়ে আছি সেই মাটিতেই আমাকে মিশতে হবে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার