সফল হওয়ার চেষ্টা

কথিকা : ক্ষুদীরাম দাস

আমাদের উদ্দেশ্যে আমরা সকলেই সফল হতে চাই। এটা স্বাভাবিক প্রতিটি মানুষের ক্ষেত্রেই। কিন্তু সফল হওয়াটা অতো সোজা নয়, খুবই কঠিন। আর কঠিন বলে কেউ কেউ পিছিয়ে পড়ে।

এতে করে তারা সফল হতে পারে না। যারা কঠিনকে গ্রহণ করতে সাহস পায় এবং চেষ্টা চালিয়ে যায় তারাই সফল হতে পারে। আর এমন কেউ কেউ রয়েছে, যারা চেষ্টা করতেই চায় না।

কেননা তারা চায়, মুখের কথাতেই বুঝি সব কিছু হয়ে যাবে। অর্থাৎ খুব সহজেই জীবনে সফল হতে চায়। কিন্তু সফল হওয়ার জন্যে কঠোর পরিশ্রম করতে হয়, চেষ্টা চালিয়ে যেতে ধৈর্য্য সহকারে।

তাহলে অবশ্যই সফল হওয়া যায়। কেননা সফল হবার একমাত্র পথই হলো চেষ্টা করা। অপরদিকে দেখুন জীবনে ব্যর্থ হবার জন্যে অনেক পথই খোলা থাকে। সে কারণেই মানুষ ব্যর্থ হয়ে সঠিক পথ হারায়। আর তারা সফলতার মুখ দেখতে পায় না।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৫ অক্টোবর ২০২০ খ্রি. ২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ সফর ১৪৪২ হিজরি, সোমবার