পাওয়ার চেয়ে দেয়াতে আনন্দ বেশি

কথিকা : ক্ষুদীরাম দাস
কিছু মানুষই আছে শুধু পাই পাই, অথবা খাই খাই, অথবা দেও দেও, আরো দেও, শুধু আমাকে দেও-এ ধরনের! ওরা শুধু পেতেই ভালোবাসে। কিন্তু তাদের মনের মধ্যে এ ধরনা নেই যে, আমার প্রতিবেশী কেউ একজনের দরকার অনেক কিছু-সেটা আমরা চোখে দেখি না।

মনে মনেও ভাবি না তাদের জন্যে। শুধু স্বার্থটাই চিন্তা করি, অন্যের কথা ভাবার সময়ও আমাদের নেই। তাই অন্যের উপকারের জন্যে আমরা এগিয়ে যাই না। অবশ্য এ জন্যে সুন্দর একটা মনের দরকার হয়।

আমরা কেউ কেউ অন্যকে দিতে ভালোবাসি না, অথবা অন্যকে দেয়াটার মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দ উপভোগ করাটা আমরা শিখিনি। কেননা আমরা দিতে জানি না, বা আমাদের মনে দেয়ার মানসিকতা তৈরি হয়নি।

আমরা কারো কাছ থেকে কিছু পেলে খুবই আনন্দ পাই, খুশি হই। তবে কাউকে কিছু দিতে পারলে মনের মধ্যে তার চেয়েও অনেক আনন্দ লাগে! সুতরাং দেয়াটাও আমাদের শিখতে হবে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৭ অক্টোবর ২০২০ খ্রি. ২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ সফর ১৪৪২ হিজরি, বুধবার