রাজবাড়ীর পাংশায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

শাকিল আদনান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা পৌর শহরের স্টেশন বাজার এলাকায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পাট মোড়ক ব্যবহার আইন-২০১০ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫ জন (মুদি দোকান) ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এ অভিযান পরিচালনা করেন। এ সময় রাজবাড়ী জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের পাট পরিদর্শক মোঃ হারুন অর রশিদ,পাংশা উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন। ভ্রামম্যান আদালত পরিচালনায় সহযোগীতা করেন পাংশা মডেল থানার এস আই মোঃ কামাল হোসেন সঙ্গীয় পুলিশ দল।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৩ অক্টোবর ২০২০ খ্রি. ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার