শান্তির বার্তাবাহক

কথিকা : ক্ষুদীরাম দাস

আমরা এক একজন শান্তির বার্তাবাহক হয়ে উঠতে পারি। এ উদ্দেশ্যে শান্তির উৎসের খোঁজ করে জ্ঞান অর্জন করা জরুরী। অন্তরের বক্রতা, জটিলতা, কুটিলতা ত্যাগ করতে না পারলে সে কখনো শান্তির উৎসের সন্ধান পাবে না।

ইচ্ছাকে হৃদয়ে উপলব্ধির বাসনা জাগ্রত রাখতে প্রাণপণ করতে থাকলে একসময় আমরা শান্তির শিল্পী হয়ে উঠতে পারি। এ ক্ষেত্রে শান্তির তাগিদটা আমাদের মধ্যে গ্রোথিত করার প্রবল ইচ্ছাকে লালন করে যেতে হবে।

কেননা শান্তিতে থাকা এবং শান্তি স্থাপনের প্রত্যাশা মনের মধ্যে রাখতে না পারলে কথার ফুলঝুঁড়ি ফুটিয়ে কিছুই হয় না। হৃদয় মাঝের আশাই আমাদের সামনে চলার পথ তৈরি করে দেয়। শাস্তি স্থাপনের জন্যে হৃদয়ঘটিত হতে হবে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৫ অক্টোবর ২০২০ খ্রি. ৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার