মাদারীপুরে ৩ দিন আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ : গ্রেফতার ৩

রোমান শিকদার, শিবচর প্রতিনিধি :
মাদারীপুর ভাড়া বাসায় ৩ দিন আটকে রেখে গৃহবধুকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ ইফতে খারুজ্জামান আজ সন্ধা ৬ টায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৩ তারিখ মাদারীপুর শহরের পানিছত্র এলাকার এক গৃহবধুকে অপহরণ করে ২ সহযোগীসহ ফারুক হোসেন বেপারী মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ীতে তার একটি ভাড়া বাসায় নিয়ে যায়।

সেখানে ৩দিন আটকে রেখে গৃহবধুর উপর পাশবিক নির্যাতন চালানো হয়। আজ (১৬ অক্টোবর) সকালে গৃহবধু কৌশলে ফোনে মাদারীপুর র‌্যাব ক্যাম্পে খবর দিলে সকাল সাড়ে ১০ টায় দিকে র‌্যাব নির্যাতিতা গৃহবধুকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ফারুককে গ্রেপ্তার করে র‌্যাব।

ফারুকের স্বীকারোক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আরো ২ সহযোগী লিটন হাওলাদার ও তৈয়ব আলী হাওলাদারকেও গ্রেপ্তার করা হয়। এবিষয়ে নির্যাতিতা গৃহবধু বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। র‌্যাব আসামীদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করলে সদর থানা মাদারীপুর আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করে।

গ্রেফতারকৃত আসামীরা হল, সদর উপজেলার মহিষেরচর গ্রামের মৃত আ. লতিফ বেপারীর ছেলে ফারুক হোসেন বেপারী, একই এলাকার মৃত আ. মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ও একই উপজেলার মহিষের চর গ্রামের বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার বলে র‌্যাব জানায়।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৬ অক্টোবর ২০২০ খ্রি. ৩১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার