মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৮

নিউজ ডেস্ক :

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত ৩৮ জন। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে নেত্রকোনার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য নিয়ে মাছচর গ্রামের সান্টু খালাসীর সাথে একই গ্রামের সুমন শেখের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সন্ধ্যায় সুমনের লোকজন সান্টু খালাসির সমর্থকদের ওপর হামলা চালায়।

পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ একে অপরের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চার পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩৮ জন আহত হন।

এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রাজৈর থানা পুলিশ ৮৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ৯শ’ থেকে এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৮ অক্টোবর ২০২০ খ্রি. ০২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ সফর ১৪৪২ হিজরি, রোববার