রায়হান হত্যা : আকবরকে পালাতে সহযোগিতা করায় আরেক এসআই বরখাস্ত

সিলেট প্রতিনিধি :

সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় এসআই আকবরকে পালাতে সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করার অভিযোগে এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সিলেট মহানগর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-উত্তর) আজবাহার আলী শেখ তাকে সাময়িক বরখাস্ত করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আসরাফ উল্লা তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মহানগর পুলিশের এক আদেশে এ সিদ্ধান্ত হয়।

রায়হান উদ্দিনের সন্দেহভাজন খুনী এসআই আকবর ভুঁইয়াকে পালাতে সহায়তা করা এবং তথ্য গোপন রাখার অভিযোগে এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির (টুআইসি) ছিলেন এসআই হাসান উদ্দিন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২১ অক্টোবর ২০২০ খ্রি. ০৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বুধবার