হাইমচরের মেঘনায় ইলিশ নিধনকালে ১৩ জেলে আটক

সাহেদ হোসেন দিপু, করেসপন্ডেন্ট হাইমচর :
চাঁদপুর জেলার হাইমচরের মেঘনায় নিষিদ্ধ সময়ে ইলিশ নিধনকালে ১৩ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার রাত ৩টায় মিয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ট্রলার, ২০হাজার মিটার জালসহ ১৩ জেলেকে আটক করা হয়।

আটক ১১ জেলেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভূমি রিগ্যান চাকমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছর করে সাজা প্রদান করেন। ২জনকে বয়স বিবেচনা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মমকর্তা মিজানুর রহমান ও কোস্টগার্ড সদস্যদের সহযোগিতায় মেঘনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা।

অভিযান চলাকালীন সময়ে রাত ৩টায় মিয়ারবাজার এলাকায় ইলিশ নিধনকালে ১৩ জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন নীলকমল ইউনিয়নের সরকার কান্দি গ্রামের লিটন মোল্লার ছেলে মো. মনির (২০), চরকোড়ালীয়া গ্রামের দাদন জমাদারের ছেলে মো. সোহাগ মিয়া (২২), ছৈয়াল কান্দির মোস্তফা হাওলাদারের ছেলে মামুন মিয়া (২৩), সরকার কান্দির লিটন মোল্লার ছেলে রুবেল (২২), মৃত মজিবল সরদারের ছেলে সতিন সরদার (৪৫), তাহের আলী মাঝিল মাজির ছেলে শাহজালল মাঝি (৩৫), শেখ কান্দি গ্রামের আঃ রশিদ খার ছেলে দুলাল খাঁ (৩৫), শাহজান শনির ছেলে মামুন(২৫), রুহুল কহ বেপারীর ছেলে আলামিন (২৫), মফিজ মোল্লার ছেলে আলমগীর মোল্লা (২২), ফারুক খাঁর ছেলে রাসেল (২০), জালাল মিয়া (১২) ও কাওছার (১০)।
সাজাপ্রাপ্ত জেলেদের চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

২৬ অক্টোবর ২০২০ খ্রি. ১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার