বঙ্গবন্ধু ছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

মো: সোহেল কিরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু ছিলো বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক-২০২০ এ ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক।

মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধারে নামের আগে ”বীর” শব্দটি ব্যবহারের নির্দেশনা দিয়ে সরকার যে প্রজ্ঞাপণ জারি করেছে তাতে মুক্তিযোদ্ধাদের সম্মান আরো বেড়ে গেলো। এসবই হয়েছে কেবল বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনরা দুরদর্শিতার কারণে। তাঁর হাত ধরেই সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

স্বাধীণতা পদক উপলক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফলেল শুভেচ্ছা ও মিষ্টি খাওয়ানো উৎসব পালনকালে মন্ত্রী এসব কথা বলেন।

উল্ল্যেখ, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্বৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বস্ত্র ও পাটমন্ত্রীর হাতে স্বাধীনতা পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ওই সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

৩০ অক্টোবর ২০২০ খ্রি. ১৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার