কসবায় ভারতীয় গরুসহ ৬ পাচারকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ছয়জন গরু পাচারকারীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৮টি ভারতীয় গরু ও ৩টি পিকআপ ভ্যান আটক করা হয়।

রোববার (১ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা সীমান্তের বিভিন্ন পকেট পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ভারতীয় গরু আসছে বাংলাদেশে। এসব গরু আমদানির সাথে স্থানীয় একাধিক চোরাকারবারি চক্র জড়িত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপ-পরিদর্শক এস আই জিহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামে অভিযান চালায়। এ অভিযানে ২৮ গরুসহ ৩টি পিকআপ ভ্যান আটক করেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কসবা সীমান্তে অবৈধ পথে ভারত থেকে গরু আসছে। এমন খবরের ভিত্তিতে কসবা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় কসবা থানায় মামলা করা হয়েছে। গরুর ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

০১ নভেম্বর ২০২০ খ্রি. ১৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার