কালুখালীতে বিনম্র শ্রদ্ধায় শোকাবহ জেল হত্যা দিবস পালিত

শাকিল আদনান, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালীতে বিনম্র শ্রদ্ধায় শোকবহ জেল হত্যা দিবস পালিত হয়েছে।

কালুখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ উপলক্ষে ০৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিশাল শোক র‌্যালী বের হয়।

র‌্যালীটি উপজেলা চত্ত্বর হয়ে চাঁদপুর বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে।

পুষ্পমাল্য অর্পণ পরবর্তী জাতীয় চার নেতার স্মরণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আতিউর রহমান নবাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)।

তিনি তার বক্তব্যে, স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতার হত্যা করেছিলো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন এই ঘটনার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাচ্ছি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাছিনা পারভীন নিলুফা, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মাস্টার, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি), যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সাদেকুর রহমান।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

০৩ নভেম্বর ২০২০ খ্রি. ১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার