প্রতিশোধ

কথিকা : ক্ষুদীরাম দাস

অনেক সময় মানুষ প্রতিশোধ নিতে গিয়ে নির্মমতার পরিচয় দেন! এ বিষয়টি কোনো কোনো সময় চরম পর্যায়ে চলে যায়। তখন হিতে বিপরীত হতে পারে। ঘটে যায় সমূহ ক্ষতি! সেখান থেকে তখন আর উঠে যায় না।

সীমাহীন ক্ষতির শিকার হয়ে তখন আমরা দিশেহারা হয়ে যায়। সাধারণত আমরা জানি যে, সমাজে দুর্বলের উপরই অত্যাচারটা বেশি হয়ে থাকে। তখন তারা মুখ বুজে সবই সহ্য করে যায়। আর সবলও নির্লজের মতো আঘাতের পর আঘাত করেই যায়। কিন্তু অপরদিকে দুর্বলরা সবই সহ্য করে জীবনের কথা চিন্তা করে।

তারা সুশোষিত ও নির্যাতিত হয়ে বেঁচে থাকতে বাধ্য হয়। তবে কোনো কোনো সময় নিশ্চুপ থাকাটা কি সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হয় না।