মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

বার্তা কক্ষ :

মাদারীপুরে সরকারি জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সীমানবর্তী উত্তর খাগছাড়া ও সুচিয়ারভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর খাগছাড়া ও সুচিয়ারভাঙ্গা গ্রামের সীমানাবর্তী এলাকায় মস্তফাপুর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য জালাল মাতুব্বর খাস জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে যায়। এ সময় বাজারের ব্যবসায়ী ইউসুফ বেপারী তার লোকজন নিয়ে বাধা দেয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ২৫ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

০৫ নভেম্বর ২০২০ খ্রি. ২০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার