তুমি সুন্দর

ক্ষুদীরাম দাস :

তুমি সুন্দর!
ভোরের আকাশের মতো
কিম্বা সকালের সূর্যোদয়ের মতো
কিম্বা সূর্যাস্তের মতো
কিম্বা রক্তিম আভার মতো
কিম্বা হিমালয় হতে ছুটে আসা হিমেল হাওয়ার মতো।

তুমি সুন্দর!
সুসজ্জিত সবুজ প্রকৃতির মতো
কিম্বা সবুজ শাড়িতে সবু রঙের মতো
কিম্বা প্রজাপতির রঙিন পাখার মতো
কিম্বা দিনশেষে ফিরে আসা পাখির মতো
কিম্বা দূর আকাশের মেঘের মতো
কিম্বা সজ্জিত পাহাড়ের মতো
কিম্বা পাহাড়ের ঝরণার মতো।

তুমি সুন্দর!
বেলি ফুলের মালার মতো
কিম্বা সুখের আহ্বানের মতো
কিম্বা হাতপাখার শীতল বাতাসের মতো
কিম্বা রাতের আকাশের তারার মতো
কিম্বা জ্যো¯œা রাতের জোনাকির মতো
কিম্বা মেঘলা আকাশের মতো
কিম্বা সুন্দর একটি দিনের মতো
কিম্বা সুন্দর একটি রজনীর মতো।