ফ্রান্সের পণ্য বয়কট ও দূতাবাস সরিয়ে নেয়ার দাবি : রূপগঞ্জে প্রতিবাদ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) -এর কার্টন তৈরি ও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বয়কট সহ এ দেশে থেকে ফ্রান্সের দুতাবাস সরিয়ে নেয়ার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাপক মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইমাম ও ওলামা ঐক্য পরিষদ।

দুপুরে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনব্রিজ-মায়ারবাড়ি ও কাঞ্চন বাজার এলাকায় এমানুয়েল ম্যাক্রুর ফাঁসির দাবি সহ বিভিন্ন শ্লোগানে এ প্রতিবাদ মিছিল করে ইমাম ও ওলামা ঐক্য পরিষদের কাঞ্চন ও ভোলাব শাখার নেতৃবৃন্দ। এ কর্মসুচিতে যোগ দেয় বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা শান্তিপ্রিয় মুসল্লিরা।


এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাও. বেলাল মাদানী, ইমাম ও ওলামা ঐক্য পরিষদের কাঞ্চন-ভোলাব শাখার সভাপতি মুফতি মাও. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। পরে সারাবিশ্বের মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

০৭ নভেম্বর ২০২০ খ্রি. ২২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার