পঞ্চগড়ে ৩ দফা দাবিতে আদালত কর্মচারীদের মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে ৩দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে অধস্তন আদালতের কর্মচারীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় জেলা চীফ জুডিসিয়াল আদালত চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে চীফ জুডিশিয়াল আদালতের কর্মচারীরা।

অধস্তন আদালতের কর্মচারীদের কে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গন্য করতঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন হাইকোর্ট বিভাগ ও মন্ত্রনালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর পদোন্নতি / উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা ও অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করতঃ এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রনয়ন এবং তা দ্রুত বাস্তবায়ন করার জন্য এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় মানববন্ধনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি চীফ জুডিশিয়াল ম্যাজিসট্টেট আদালতের নাজির মুজাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক চীফ জুডিশিয়াল ম্যাজিসট্রেট আদালতের ষ্টানোটাইপিষ্ট মির্জা গোলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক চীফ জুডিশিয়াল ম্যাজিসট্রেট আদালতের ষ্টোর কিপার আল আমিন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে চীফ জুডিশিয়াল আদালতের কর্মচারীরা অংশ নেয়।