রাজবাড়ীর কালুখালীতে ধান চাষে বাম্পার ফলন

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে গত বছরের তুলনায় এবার ধান চাষে বাম্পার ফলন হয়েছে। গত বছর ধান চাষে তেমন ফলন পাওয়া যায় নি ,অধিক পরিমাণে ধান‌ চাষে কৃষকের কিছু টা ধান মজুদ করতে পারে। এবছরের শুরুতে আগে পানি আসার কারণে কৃষকরা ধানের বীজ রপন কম করতে পারলেও ধান ভালো জন্মেছে।

আগাম পানি আসার কারনে জমিতে পানি থাকার কারনে কৃষকের সেজ দিতে হয়নি ,খরচ কমে গেছে তেমনি ধানে বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে কিছু টা হাসি ফিরিয়ে এসেছে।

কালুখালীর কৃষকেরা বলেন, গত বছর অনেক ধান রোপন করে এবারের ন্যায় এতোটা ভালো ফলন পাইনি। সোনালী রঙের এই সুন্দর ধান‌ খেত দেখে কৃষকের মুখে হাসি ফিরে আসে । ধান মানুষ প্রধান খাদ্য তাই ধান চাষে কৃষকের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৩:০৮ এএম

১২ নভেম্বর ২০২০ খ্রি. ২৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার