নারায়ণগঞ্জে দরিদ্র শিশুদের নিয়ে সার্ভ ফর হিউম্যানিটির বনভোজন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

মানবিক সংগঠন সার্ভ ফর হিউম্যানিটি। দীর্ঘ চার বছর ধরে এই মানবিক সংগঠনটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গরিব-দুঃখী শিশু ও বয়স্কদের মাঝে খাদ্যদ্রব্য, শিক্ষা ভাতা, শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম চালিয়ে আসছে।

তার ধারাবাহিকতায় চলতি মাসের এক ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠন নেতারা।

শুক্রবার দিনব্যাপী এতিম ও দরিদ্র শিশু এবং তাদের পরিবার নিয়ে রূপগঞ্জের জিন্দাপার্ক ও নিঝুম পল্লীতে বনভোজন করেন তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও সংগঠনের দাতা সদস্য আলী আশরাফ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমানের আয়োজনে সফল ও সুন্দর এক বনভোন উপহার দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন সংশ্লিষ্টরা।

সংগঠনের যে সকল সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন এবং যে সকল সদস্যরা দান করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাই মিলে সংগঠনের মানবিক কাজ গুলো ভবিষ্যতেও চলমান রাখবেন বলে আশা ব্যক্ত করেন তারা।

পরে বনভোজন অনুষ্ঠানে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি সুমাইয়া সুলতানা এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ দোলন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৬:০৯ পিএম

১৪ নভেম্বর ২০২০ খ্রি. ২৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার