নির্মাণাধীন ইন্ডাস্ট্রি ভেঙ্গে দিলো দোহার উপজেলা প্রশাসন

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারের ফুলতলা গ্রামে নির্মাণাধীন ইন্ডাস্ট্রির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

১৬ নভেম্বর সকালে সরেজমিন গিয়ে দেখা যায় প্রায় কয়েক একর জমির উপর অটোরিকশা প্রস্তুত করণ ও মালামাল সংগ্রহ ও সংরক্ষণ করার জন্য বিশাল আকৃতির ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে।

সরকারি কোনা অনুমতিপত্র এবং পরিবেশ অধিদপ্তরের কোনো লাইসেন্স না নিয়ে এই ইন্ডাস্ট্রি গড়ে তোলা হচ্ছে বলে জানা যায়।  ধারণা করা যাচ্ছে রাতারাতি কাউকে না জানিয়ে এই ইন্ডাস্ট্রি গড়ে তোলা হচ্ছে।

এ বিষয়ে মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান জানান আমার নিকট থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছে তবে তারা বলেনি যে এতো বড় ইন্ডাস্ট্রি তৈরি করবে। বিষয়টি আমার নজরে ছিল না বলে তদারকি করতে পারি নি। এখন যেহেতু জানা হলো আমার এখন থেকে যেন আর বাকি কাজ না করতে পারে সে দিকে নজর রাখবো।

এ সময় ইন্ডাস্ট্রির মালিক টিপু মিয়ার সাথে মুঠোফোনে কথা বললে সে বাকি কাজ গুলোসম্পন্ন করবে না বলে জানান।

উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামালের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স এবং ফুলতলা পুলিশ ফাড়ির পুলিশ ফোর্স।

 

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৭:৩০ পিএম

১৬ নভেম্বর ২০২০ খ্রি. ০১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার