পুলিশিং সেবাই আমাদের মূল লক্ষ্য : ওসি আলমগীর হোসেন রনি

জহিরুল ইসলাম জয় :
বিট পুলিশিং সফল করি,অপরাধ মুক্ত সমাজ গড়ি” “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এ আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এবং মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, সন্ত্রাস, ব্যভিচার, জুলুম, অত্যাচার সহ সকল অপরাধ নির্মূল করে সুখী,সমৃদ্ধ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠায় পুলিশিং সেবাই আমাদের মূল লক্ষ্য বলে দাবি করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।

বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌরসভার মকিমাদ ও রান্ধুনীমুড়া ২ ও ৪ বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মামলার মাধ্যমে কোনো সমাধান নয়। এর জন্য দরকার হচ্ছে একে অন্যের প্রতি নৈতিকতার। সবাই যদি সমাজের দিকে তাকিয়ে অন্যায় অত্যাচার নির্মূলের লক্ষ্যে কাজ করি তাহলে আর পুলিশের প্রয়োজন হবে না। আমরা চাই আপনারা ভাল থাকুন, ভাল ভাবে সমাজটা গড়ে তলুন।

দিনের প্রথম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশ্রাফ দুুলাল, পৌর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌসি আক্তার, পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোঃ শাহ আলম, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীদা বেগম, ৪ নং কাউন্সিলর প্রার্থী মোঃ তাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনির হোসেন, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক এবং আসন্ন পৌর নির্বাচনে ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আবু হেনা বাবলু, ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি হারুনুর রশিদ ।

এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি কাজী শাহেদুজ্জামান জুটন ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন লিটন,পৌর কমিউনিটি পুুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক গাজী সালাউদ্দিন, ব্যবসায়ী দিলদার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান সঞ্চালন করেন সাব-ইন্সপেক্টর বিট-০২ ইনচার্জ মোঃ মাসুদ মুন্সি ।

একেদিন বিকালে হাজীগঞ্জ পৌর ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে রান্ধুনীমুড়া পাটওয়ারী বাড়ি বালুর মাঠে বিট পুুলিশিং ৪এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিট-৪ এর ইনচার্জ সাব-ইন্সপেক্টর মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মোঃ শুকু মিয়া,শিক্ষানুরাগী রান্ধুনী মুড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী মোহাম্মাদ মনির,১১নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন মাস্টার,কমিউনিটি পুুলিশিং কমিটির সদস্য মোঃ মঞ্জু মুন্সী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জিলন হোসেন প্রমুখ।

সভা সঞ্চালন করেন ১১ নং ওয়ার্ড কমিউনিটি পুুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম.মিরাজ মুন্সী ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১০:৩১ পিএম

১৯ নভেম্বর ২০২০ খ্রি. ০৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার