পঞ্চগড়ে আখচাষি ও চিনিকল শ্রমিক- কর্মচারীদের মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিলের দাবিতে আখচাষি ও চিনিকল শ্রমিক- কর্মচারীদের এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

২৮ নভেম্বর (শনিবার) ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের মিলগেট বাজারের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করেন পঞ্চগড় চিনিকল আখচাষি ও শ্রমিক কর্মচারীরা।

পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহসহ আখের মূল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণাসহ তারিখ নির্ধারণ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষিদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নবী হোসেন ও আখচাষি কাজী মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল করে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে আসন্ন আখ মাড়াই মৌসুমে চিনিকল চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৫:৩১ পিএম

২৮ নভেম্বর ২০২০ খ্রি. ১৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪২ হিজরি, শনিবার