সরলতা বড় গুণ

কথিকা

ক্ষুদীরাম দাস :
পবিত্র অন্তকরণের অধিকারীগণ কোন রকমের ভণিতা, শঠতা, ভণ্ডতা, ছলনা ছাড়াই ঈশ্বরকে গৌরবান্বিত করতে সচেষ্ট থাকেন।

এই ধরনের অন্তঃকরণের মানুষগুলো ধার্মিকতাকে ভালোবাসেন এবং মন্দতাকে ঘৃণা করেন। সরলতা তাদের বড় একটা গুণ এবং বৈশিষ্ট্য।

যারা মদ পানে বিরত থাকতে পারে না তারা কখনও সরল জীবনযাপন করতে পারেন না। যাদের জীবনে গ্রহণযোগ্য তেমন কোনও নিয়ম-নীতি থাকে না। তারা সরল জীবন-যাপনের বাইরে।

নৈতিক ও সামাজিক অবক্ষয় থেকে মুক্ত থাকতেও পারেন না।

মাদার তেরেজার অতি সাধারণ সরলতার জীবন আমাদের কাছে দৃষ্টান্ত এবং অনুপ্রেরণার হয়ে আছে।

জীবদ্দশায় সারা পৃথিবীব্যাপী তার সুনাম ব্যাপ্ত ছিল, আজও আছে। সদা হাস্যময় শিশুদের সরলতা বড় পবিত্র এবং যুৎসই দৃষ্টান্ত।

সরল অন্তঃকরণের মানুষগুলো মানসিক যন্ত্রণা এবং বিষন্নতায় ভোগে না। তারা হয় আচরণে সংযমী; জীবনের পদে পদে হোঁচট খায় না। অল্পতে তারা খুশী থাকতে পারে।

 

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০১:৪২ পিএম

২৯ নভেম্বর ২০২০ খ্রি. ১৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, রোববার