ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিলেন জনতা

নিউজ ডেস্ক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদ্রাসাছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে বেলাল হোসেন (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত ছাত্রের বাবা বলেন, পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসার আবাসিক ছাত্র তার ছেলে। শিক্ষক বেলাল হোসেন তার ছেলেকে নিজের রুমে ডেকে প্রায়ই হাত পা ম্যাসেজ করাতেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে ছেলেটিকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন। ভোরে ছেলেটি মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি এসে তার বাবা-মাকে বিষয়টি জানায়।

শুক্রবার সকালে লোকজন নিয়ে মাদ্রাসায় এসে বলাৎকারের অভিযোগ করা হলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে কর্তৃপক্ষ বেলাল হোসেনকে মাদ্রাসার একটি কক্ষে আটক করে রাখে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জয়নুল আবেদীন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৫:২০ পিএম

০৪ নভেম্বর ২০২০ খ্রি. ১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ রবিউস সানি ১৪৪২ হিজরি, শুক্রবার